ফিরে দেখা
জীবন ছেড়ে এগিয়ে যেতে যেতে
পিছন ফিরে তাকিয়ে বারেক দেখা ...
সেই যে হলুদ পাখির পালক
লুকিয়ে ছিল দেরাজের এককোণে
সেই যে ঝড়ে হারিয়ে যাবার আগে
পেয়েছিল একমুঠো আশ্রয়
সেই পাখি তো ডাকবে আবার ভোরে
কিন্তু আমার চোখ খুলবে কি?
আমি এখন জীবন ছেড়ে
দুরের বাতাস পাখাতে ভর করে।
অচেনা এক পথের হাতছানি...
পিছন ফিরে আর তাকাবো না ।
No comments:
Post a Comment