Subscribe in a reader GAN KOBITA NATOK: নতুন বছর NOTUN BOCHHOR

Monday 11 April 2016

নতুন বছর NOTUN BOCHHOR




                                                                     নতুন বছর 


বৈশাখী রোদ জ্বালায় যখন,ঘর্ম ছোটায় গাত্রে, 
চক্ষু আঁধার, অকূল পাথার ফিরছি কেবল সাঁতরে !
লোকটা আমি নই ডুবুরি, দেখছি না তাই হাতড়ে ---
নতুন বছর আনল এ কী উপচে-পড়া পাত্রে?

আমের সুবাস মনের হুতাশ মিলায় পলকমাত্রে,
জুঁই-চামেলির হাসির আভাস স্বপ্ন জাগায় রাত্রে ।


'আজকে তোদের দিলেম ছুটি ' ---গুরু বলেন ছাত্রে ---
'বছর-শুরুর নতুন দিনে খুশির নেশায় মাত্ রে!' 

No comments:

Post a Comment