Subscribe in a reader GAN KOBITA NATOK: প্রেমহীন PREMHEEN

Thursday 28 April 2016

প্রেমহীন PREMHEEN

প্রেমহীন

তুমি আমায় ভালোবাসো একথা শুনেছি বহুবার
আমার জন্য তুমি কী কী করতে পারো তাও শুনেছি
বহুদিন দিনের শেষে দীর্ঘ প্রতীক্ষায় পর
যখন তোমায় আমায় দেখা হয়েছে
তোমার চোখে যে আলোর ঝলকানি আগে দেখেছি
সে কি আজ আর দেখতে পাই? কি জানি...

'শীতের ওড়নি পিয়া, গিরীষের বা
বরিষার ছত্র পিয়া দরিয়ার না'
কে জানে এ কোন প্রেমিক কবি হৃদয়ের নিবেদন

আজ সে সুর সেই মিঠে আখরে আর বাজেনা
জীবনে জীবন আর দুজনার ছন্দে মেলে কি?
প্রাণের তাগিদে, বাস্তবের দৌড়ে
প্রেম বোধহয় হারিয়ে গেছে আজ।

তাই ছেঁড়া তানপুরার তারে অক্ষম সুরে
গেয়ে যাই জীবনের শেষ গান।

No comments:

Post a Comment