Subscribe in a reader GAN KOBITA NATOK: June 2016

Sunday 26 June 2016

দেশ DESH

আমি এখন মায়াসাগরের তলদেশে।


পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।

আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...। 
এখানে প্রাণীদের তারার মতন চোখ 
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
  ওরা হাসেও না, কাঁদেও না---

পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।

যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে। 



Thursday 23 June 2016

স্মৃতি SMRITI


আজকে আমার মন ভাল নেই
আমার ঘরে  ছড়ানো - ছিটোনো স্মৃতি 


 স্মৃতি কার? 

আর কারো নয় , শুধুই আমার।

আজকে আমি যে 
নিজের থেকে বহু দূরে 
হারিয়ে গেছি -----
কোনোদিন খুঁজে
পাবার নয়কো আর----

আজ তাই 
নিজের কাছেই নিজে 
স্মৃতি আমি
এ আমি নতুন আমার নিজের কাছে।
এ যেন  নিজেকে নতুন করে পাওয়া। 






মন MON

দেখলেই কিন্তু দেখা যায় না, 
চেয়ে দেখতে হয় 
চোখ তো  আসলে দেখে না, 
দেখে মন ---


যে মন কাঁদে ,
 সে-ই ভালোবাসে
মনের মেঘ যে বৃষ্টি ঝরায়
চোখ তাকে ধরে বুকে।

তাই 


এক সমুদ্র লোনাজলে পাড়ি  
নিরুদ্দেশের পথে
কার খোঁজে, সে তো জানা নেই !

Wednesday 22 June 2016

বিশল্যকরণী Vishalyakarani

ব্যাধি আছে, আছে বিশল্যকরণী ----
তাহলে কিসের ভয় ?
আসলে তো তুমিই আছো
ব্যথার মলম হয়ে । 

Monday 20 June 2016

চাঁদ CHAND

চাঁদ যখন জলে নামল
তখন গভীর পূর্ণিমা - রাত
ওই আলোতে তোমায়
প্রথম দেখেছিলাম।

তখনও ত জানিনা 
শেষ দেখা কতদিন হল
আর একবার,
শুধু একবার দেখব বলে

রাত সাজিয়ে বসে আছি
         আর
জলের অতলে 
 হারিয়ে গেছে চাঁদ

কতদিন, কত রাত ----
তা জানিনা।

Saturday 18 June 2016

বোল bol

মনের মাথায়  ডাঙস , আর  মুখের  মাথায়  বাড়ি ...
থামলি কেন পথের মাঝে ? চল্ না তাড়াতাড়ি!