Subscribe in a reader GAN KOBITA NATOK: December 2017

Sunday 31 December 2017

শ্বেত- কপোত ( SWET-KAWPOT)

             





শ্বেত- কপোত


একটি পাখির পালক, 
আমার বছর শুরুর শপথ,
উড়তে উড়তে ফেলে গিয়েছিল
শান্তির শ্বেত- কপোত ....

২০১৭ (2017)





        ২০১৭ (2017)


      আমি  তাকে বলেছিলাম
' যাবার আগে একখানা গল্প বলে যাও ।'
আজ তার গল্প বলার শেষ দিন ।

চন্দ্রমা (CHAWNDROMA)




             


একটিমাত্র চাঁদের 
চন্দ্রমা সম্বল করে
সারারাত ধরে পৃথিবী
হেসেই চলেছে ...
     

Tuesday 26 December 2017

ক্রিসমাস ( CHRISTMAS)



তোমার গেলাস ছুঁলো আমার গেলাস
আজ কোনো বাধা নেই, আজ ক্রিসমাস ।।

Sunday 24 December 2017

ঝড়ের পাখি (JHAWRER PAAKHI)


ঝড়ের পাখি (JHAWRER PAAKHI)


ঝড়ের মুখে হারিয়ে দুটি ডানা
পাখির এবার বাসায় ফেরাও মানা... 

Friday 22 December 2017

মনের কথা ( MONER KAWTHA)

         


এসেছি এক সরাইখানা
দু'দিন পরে যাবো চলে 
কি হবে আর ভালোবাসায়
মনের কথা তোমায় বলে? 

বাদল ( BAADOL)




           বাদল হয়ে ঝরার দিনে 
          চোখের  পলক নিলে চিনে...       

Thursday 21 December 2017

কল্পনা (KALPANA)

কল্পনাতে তুমি যবে ছিলে 
রামধনু ছিল আকাশের নীলে ...


Monday 4 December 2017

সুখ (SUKH)




              সুখ

তোমার -আমার সুখ সইল না 
হল তোমায় -আমায় চেনাশোনা
তুমি দাম দিলে ষোলোআনা 
তবু সুবাতাস বইল না 

অজাগতিক (AUJAGOTIK)




            অজাগতিক

     আমি সাগরে শয়ন পেতেছি 
     উতলা ঢেউ আমার শিথান
     দুচোখের ওই কয়েক ফোঁটা
        শিশিরের  খবর কে রাখে?   

Sunday 3 December 2017

আকাশ ,তুমি ( AKAASH< TUMI)


আকাশ ,তুমি...

আকাশ , তোমার বয়স কত হল? 
অনেক বুঝি? তবে এবার বলো
তুমি নাকি বরাবরই ছিলে এমন নীল?
চন্দ্র সূর্য তারাতে ঝিলমিল?





অতল (AWTOL)



অতল 



              বান ডেকেছে নদীতে! 
এক মানুষ জল! 
ডুবে যাচ্ছি--- ডুবে যাচ্ছি
অতলে যাচ্ছি তলিয়ে
জানিনা বাঁচাবে কে?
সে কোন অপারে ----- আছে ওপারে
কবে আসবে আশানৌকো চালিয়ে? 

আছি (AACHHI)











আছি
ভালো আছি, ভুলে আছি
গ্রীবাভঙ্গীর 
সম্মানে -অসম্মানে আছি
তুমি?
তুমিও আছো তো?
থেকো 
আমার ভুলে -যাওয়া,
ভালো -চাওয়ার জোয়ারভাঁটায় 
ডুবে-ভেসে
যে কটা দিন
এই  চাঁদসূর্যের পৃথিবী
জ্বলে আর নেভে----


             

কুয়াশা (KUWASHA)













কুয়াশা
কুয়াশায় তোমার মুখ
অনেক আগেকার দিনের মত
মন-খারাপ-করা বিকেলে
অধর ছুঁয়ে কথা দিয়েছিলে
তবু
ফিরে তো এলেনা আর ----
তাই
যে পথ চলে গেছে
না-ফেরার সাথে মিশে
চলি বাকিটা জীবন
শুধুই কি কোনো নিরুদ্দেশে ?

Saturday 2 December 2017

কৌটো (KOUTO)


কৌটো


 আমি একটা ভ্রমর ধরে  কৌটোতে রেখেছিলাম
যে সে ভ্রমর নয়, পরাণ  ভোমরা ।
কার? সে কথা নাহয় না-ই জানলে । 
আজো সেই কৌটো তেমনি বন্ধ আছে
কেউ খোলেনি।
খুলবে কি করে? 
আমি সেই কৌটোটাই যে
হারিয়ে ফেলেছি। 

ভিন গ্রহের আমরা (BHIN GROHER AMRA)

ভিন্ গ্রহের আমরা

 তখন 
জলের নিচে উৎসবের আলো জ্বেলে  
দক্ষ সাঁতারুর মতো অভিনয় করেছিলে !
জানতে দাওনি তুমি সাঁতার জানোনা,
অভিনয়ও।
এতই নতুন তুমি এজগতে
তোমার সব ছলনাই
প্রকৃত বলে মনে হয়। 
এ তোমার ফেলে আসা অন্য গ্রহের প্রভাব বই তো নয়
তাই 
ভিন্ গ্রহের আমরাও তোমাকে
স্বাগত জানিয়েছি 
তোমার ছলনাজালে 
বন্দী হবো বলে...।