Subscribe in a reader GAN KOBITA NATOK: June 2017

Sunday 25 June 2017

জগন্নাথ ( JAGANNATH)


জগন্নাথ ( JAGANNATH

অবারিত আজ আষাঢ় ...
মেঘের গরজন ও নয় 
রথচক্রের ঘর্ষণ

কোথায়  চলেছে 
ওই বিশাল রজ্জুবাহিত
পথপৃষ্ঠ - চালিত
মহাযান?

কারো অভিসার-পথে
বিছানো রয়েছে 
অনাবিল প্রেম

সর্বনাশের আখরে রচিত 
সেই প্রেম-লিপিকা
সংকেত বহন করে
সেই অনির্দেশের 

এসো ভয়ঙ্কর , 
সেই শেষের পথে 
আমি নিয়ে চলি তোমায়
যেখানে পরম মরণ
দুহাত বাড়িয়ে 
আছে অপেক্ষায় -----

Wednesday 21 June 2017

টিয়া (TIYA)


টিয়া (TIYA)

সোনার শিকল ভেঙে
 টিয়া পাখি গেছে উড়ে ----

সাধের টিয়া পাখি গেছে উড়ে ---- 

চোখের জলে ঝাপসা বন 
কান্না - ভেজা আলতো মন 

যতো এগোই, 
ততই হেসে
পালায় গহীন দূরে ।।

Saturday 17 June 2017

হেঁসেল (HNESHEL)





হেঁসেল (HNESHEL)


আঁশবঁটি - শান, খুন্তির খেল্

জিও বাংলার সাবেক হেঁসেল !!!
জিরেমরিচের প্রাণকাড়া ঝাঁঝ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ !
থালা - বাটি - হাতা, কৌটো- বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম 

শাশুড়ি - মায়ের শাসন - নিদান, 
রসনা - লোভন যত উপাদান!

পানকৌটি ওঠো 'সে ডাঙায় !
চেনা রেসিপির কে কান ভাঙায়?
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে ?

গাছকোমর আর সরষের তেল ----
জিও বাংলার সাবেক হেঁসেল !!!