Subscribe in a reader GAN KOBITA NATOK: June 2019

Monday 17 June 2019

আলিম্পন (ALIMPON)

আলিম্পন

চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছে
কিন্তু আমি কাঁদতে চাই না এমন বিষম অবেলায়
তাই চিঠি লেখার অছিলায়
দুরন্ত অশ্রু ঠেকিয়ে রাখতে চাই । 

আমি হেরে গেছি আমার ভাবনার কাছে 
অশ্রুরও কাছে হেরে গেছি আমি আজ

বাধা মানছে না বুকের মধ্যে
ঢেউ উথাল-পাথাল 

কাগজের কালি চোখের জলে
আলপনা এঁকে চলেছে নিজের মনে 
কান্না দিয়ে ধোয়া এ লিপিখানি
সমর্পণের অথির অপেক্ষায় ... 

Saturday 15 June 2019

অন্তরাল (AWNTORAAL)




          অন্তরাল 


   অনুশোচনার পুতুল
হাতে ছুঁয়ে ছুঁয়ে রেখে দিই তুলে
অতি বড় ঘরন্তি খেলনাবাটি কভু
দেখে নাই খেলে...
জানতে পারেনি এও, 
শেষরাতে বৃষ্টিটুকু দিয়ে
মেঘ কী যে বলে গিয়েছিল
সেসময়ে চোখ ছিল 
অন্য স্বপ্নে জাগরূক ।
তাই আজ এই মুহূর্তে 
এক পা ফুটপাথে রেখে 
অন্য নীলের জগতে পরিক্রমা-- 
কেন যে দোটানার শেষ নেই
নিজেকে অন্তরালে ঢেকে ...। 



Sunday 9 June 2019

অসমাপ্ত





হে জীবন! আমি কেন জাতিস্মর হলাম না?
হলে আমি তোমাকে বলে দিতাম 
আমার গতজন্মের  সমস্ত ইতিবৃত্ত 
যা কখনো মাঝে -মধ্যে 
আমার এই অসমাপ্ত, অসংবদ্ধ জীবনে 
উঁকিঝুঁকি মেরে চলে যায়
কি যেন এক ইঙ্গিতে
হাতছানি দিয়ে বলে যায় 
'চলে এসো ,ভেসে যাও গতজনমের
ছন্দময়, বর্ণোজ্জ্বল জীবনের স্রোতে '
যেতে চাই, কেন এ জন্মের স্মৃতিগুলো 
প্রিয়ার বাহুবন্ধন হয়ে জড়িয়ে রাখতে চায়
    আমাকে?











কল্প- কাহিনী


কল্প- কাহিনী 

'আমাকে একটা গল্প শোনাও '
--এর উত্তরে সেই নদী নিঃশব্দে 
আমারই জীবনকাহিনী  আমার কাছেই
উজাড় করে দিলো । 

নিজের জীবন কে আমি 
কোনোদিন এইভাবে নিজের চোখে 
দেখবো ভাবিনি---

যেমন নদীর ধারা পাড় ঘেঁসে নেচে চলে
তেমনি রিন -রিন শব্দে সে গল্প বলে গেল

গোধূলি -আকাশে পড়ন্ত - লাল
আলো - ছায়া -দোলা 
ছিলো সেই গল্পের আবহ জুড়ে ...

আরও কতো গল্প,
গাছের মতন স্থির, পাতার মতন সবুজ
প্রতিরাতে জড়ালো আমার অবুঝ মনকে 

আজ জীবন-শেষের প্রান্তে এসে সেই নদীটার 
শান্ত, ক্লান্ত পলিমাটির মতো 
চলেছি তো চলেইছি ----

জানিনা এবার, এই গল্পের সাক্ষী হয়ে কে
স্বপ্নের জাল বুনে ভরিয়ে তুলবে 
আমার নির্ঘুম, নিঃসঙ্গ, নিস্তরঙ্গ  রাত ...।