Subscribe in a reader GAN KOBITA NATOK: October 2016

Monday 31 October 2016

ভিক্ষাপাত্র BHIKSHAPATRO


ভিক্ষাপাত্র

আমার বিধাতা
আমার জন্মলগ্নেই একটি
ভিক্ষাপাত্র হাতে দিয়ে 
আমায় পৃথিবীতে 
পাঠিয়েছিলেন।

সেই ভিক্ষাপাত্র আজ 
কানায় কানায় পরিপূর্ণ ।

কিন্তু সেই  ভিক্ষাপাত্রে
যতটা অমৃত , ততটাই বিষ ।
আজ সেই অমৃতধারায় 
স্নান করেছি আমি 
  আর -----
সমস্ত গরল কণ্ঠে নিয়ে
তুমি আজ নীলকণ্ঠ । 

Sunday 30 October 2016

তারপর? TARPOR?


তারপর? TARPOR?

তারপর কেটে  গেছে যুগ বহু- বহু 
মহুলের বনে ফুটেছিল যে মধুমঞ্জরী 
সুয়োরানীর মুকুট থেকে 
কবেই তা  ঝরে গেছে ----

সমুদ্র - সম্রাটের সৈন্যদল গর্জন থামিয়ে
ফিরে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে -----
সূর্য- গ্রহণের পর পাখির কূজন গেছে থেমে

এবার তুমি কোথায় ফিরবে, পথিক? 

কোন্ পথ তোমার পদচিহ্ন বুকে নিয়ে
হাজার বছর প্রতীক্ষার প্রতিশ্রুতি বহন করবে
জীবনের শেষ প্রশ্বাসকে বাজি রেখে?



Saturday 29 October 2016

আকাশ AAKAASH

মুখ লুকোবার জন্য 
আস্ত একটা আকাশই তো আছে 
আছে তাতে মেঘের বালিশ 
 তোমার সমস্ত চোখের জল
শুষে নেবার জন্য ----

কখনো কোনো পাখির ডানায় ভেসে 
উড়ে যেও স্বপ্ন দেখার রাতে
যেখানে শেষ নেই, নেই শুরু----- 
হাসি-কান্না, দুঃখ-সুখ
কিছু নেই----

আছে আকাশ ----
দিগন্ত -জোড়া নীল আকাশ -----
মুখ লুকোবে বলে,

হারিয়ে যাবে বলে...... 



Sunday 23 October 2016

শেষ প্রেম SESH PREM

তোমায় ভালবেসে 
ভেবেছিলাম
এই আমার শেষ প্রেম...।।

ভাবিনি তো 
তোমায় ভুলে 
আবার পথে 

পা রাখলেম ।।

Friday 21 October 2016

ভয় BHOY



ভয় BHOY



আমি কি কারোকে হারাবার ভয়ে
বার বার ছুটে আসি আয়নার কাছে?
নাকি ছুঁতে চাই অনুখন আমার 
হারানো অতীত ?
যে অতীত কথা কয়না ----
শুধু মুখ টিপে হাসে 
তার সাথে কিসের লেনাদেনা?
আয়নার দিকে চোখ পড়ে যায় ---
আমার চোখের ভাষা পড়ে ফেলে সে
চিঠির মতন ভাঁজ পড়ে
কপালে আমার-----
নিজেকেই হারাবার ভয়ে আমি 
বারবার আয়নায় মুছে দিতে চাই
অতীতের প্রতিবিম্বটুকু -----

Saturday 15 October 2016

মা দুগগা MAA DUGGA

মা দুগগা নোমোসকা---র !!!
তোমার জন্যে হয়ে হন্যে
প্যান্ডেলে - প্যান্ডেলে 
লুকোচুরি খেলে
আমার নতুন জুতোয় ফোসকা !!!!! 

দুর্গতি তো দূর হল না 
অঙ্কে পেলাম শূন্য যে মা !!!
দেখি তোমার সিংহ পাহারা দেয়
ক্লাসের মাঝে দাঁত ভ্যাংচায়!

এসব দেখে ভয়ে কেঁপে ডকে উঠল পরীক্ষা

Tuesday 4 October 2016

জাল JAAL


জাল JAAL

তুমি আমার জীবনের বৃত্তে
অন্ধকারে জাল বুনে চলেছো ক্রমাগত 
আলোয় ঝিল্ -মিল্ করে ওঠে সেই জাল 
ভোরের শিশিরবিন্দু বুকে নিয়ে। 

আসল দুঃখের কথাটা কি জানো?

আমি অঙ্কে বেবাক কাঁচা বলে 
আরেকটা জাল আমার বোনার সাধ্য নেই
শুধু আছে আলো- ঝলমল সকাল ,
                জাল
আর শিশির- স্নিগ্ধ ভোরের প্রতিশ্রুতি ।। 

গলাবন্ধের দাগ GOLABONDHER DAAG

তোমার পোষা সারমেয়
গলায় দ্যাখো গলাবন্ধের দাগ 
সে যেখানে যায় ,
তোমার হাতে থাকে তার 
লাগাম-টানার রাশ 

ওই লাগামই কি 
তোমাকে তার 
ভালোবাসার লক্ষ্মণরেখা?

কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।। 

Saturday 1 October 2016

রঙ RONG

আমি তোমায় শুভক্ষণে দেখেছিলাম
চিরজীবন তেমন দেখতে চাই  ----
তোমার ওই রামধনু - রঙ ময়ূর -পাখায়
আমার এ মন প্রেম দিয়ে সাজাই।