Subscribe in a reader GAN KOBITA NATOK: 2015

Thursday 17 September 2015

UPASONA উপাসনা

                                 
                            ঐ পায়ে দাও মন 

বরদান পাবে

না-ই যদি মানো, তবে

গর্দান যাবে।


Wednesday 16 September 2015

SAJ সাজ

                        
                                       সাজ

                        তোমার ছবি আঁকবো বলে

                                                তুলি নিলেম তুলে

  কিন্তু তোমায় দেখতে কেমন

     সেটাই গেলেম ভুলে।।

          ফুলের মতন, পাখির মত

কিংবা চোখের জল,


   চাঁদের আলো, রাতের কালো

কিংবা মেঘের দল?

           হায়রে হৃদয় দেখলে নাকো

আপন মনের মাঝে

    তোমার মনের অচিন মানুষ


হাসে অরূপ সাজে।। 

Tuesday 15 September 2015

POR পর



POR পর

আর কোনোদিন হোলো না আর

তোমায় আমায় বাঁধা সুখের ঘর।

কবে আপন ছিলে আমার

চিরটা কাল রয়েই গেলে পর।।

টেবিল- চেয়ার , রান্নাঘরে

সুখের সকাল মাতাল করে।

সুখের বালিশ মাথায় ধরে

হৃদয় জুড়ে কেঁদেছি ঝর ঝর

তুমি আমার রয়েই গেলে পর।।

PRATORASH প্রাতরাশ

প্রাতরাশ 

আমার স্বপ্ন দেখা শেষ ।

এখন আমি অন্য ছবি দেখি । 

দেখি কৈশোরে কার সাথে লুকোচুরি খেলে

অকারণে বৃষ্টি ডেকে এনেছিল

কোনও জামরুল গাছ ... লুটিয়ে পড়েছে ফলভারে

আর কোনো পাখি  বাসা ফেলে

উড়ে গেল ধূসর আকাশের ডাকে ...

এইসব ছবি কেউ কাচের প্লেটে সাজিয়ে

আমাকে দিয়েছে টেবিলের ‘পরে ।

টলটলে পানীয়ের স্বাদ, অন্য কোনও আদিম ঘ্রাণ

রয়ে গেছে সেই টেবিলটা জুড়ে ...

এখন কী সকাল?

তাহলে তুমি কেণ এত ঘুমন্ত?

কুয়াশার মত ঘিরে আছ মন আমার?

আমি সেই তীব্র পানীয়ের আস্বাদ চাই ...

চাই  তোমার সঙ্গে এক টেবিলে বসে

প্রাতরাশে যোগ দিতে ......