Subscribe in a reader GAN KOBITA NATOK: March 2019

Sunday 10 March 2019

বিসর্জন (BISORJON)






এবার আরাধনার কাল শেষ
বিসর্জনের বাজনা দূরে কোথাও বাজে
শুধু মন্দির -প্রাঙ্গণে একটি স্তিমিত প্রদীপ
বিচ্ছেদের গান গেয়ে অশ্রুধারায় সাজে...।

     

গভীর (GOBHIR)













                 গাছের পাতারা যদি গান হতে চায়
                                হতে দাও
                  কবিতা হোক গভীর শিকড়গুলি

Monday 4 March 2019

কবিভাবনা ( KOBIBHABONA)


     ভোরের শিশিরবিন্দুতে 
    রবিরশ্মি - ছটায়
   পৃথিবীর প্রতিচ্ছবি

  তেমনি দিনের শেষে
  শ্রান্ত গোধুলি-বেলায়
 হারানো সুর খোঁজে কবি । 

তুমি তো রাতে ও প্রাতে
তোমার সখীর সাথে
কবিতা- ভাঙ্গা- গড়া খেলে

বিবর্ণ এ জীবনেরে
তুলেছ রঙিন করে
অফুরান প্রেম-সুধা ঢেলে ... 


Saturday 2 March 2019

চাহনি

 চোখের অমন গভীর চাহনি
যদি ঢাকা পড়ে চশমায় ...
অধরের হাসি নিমেষের বাধা 
দূর করে এক লহমায় !

বিরাজলক্ষ্ণী

 ফুলের আখরে যে কথা কহিলে
সে আমার শিরোভূষণ
একটি ফুলের সুরভি- বাঁধনে
ধরা পড়ে গেছি দুজন ...

ফুল

তুমি যদি চাও, এখনি বাগান
 ভরে দিতে পারি ফুলে,
আরও বলো যদি, সে কুসুম দিয়ে 
সাজাবো তোমার চুলে।
হলোই নাহয় অবেলা তোমার, 
আমার তো  বেলা আছে --- 
রঙিন ফুলের সাজি ভরে নিয়ে 
আসবো তোমার কাছে ।