Subscribe in a reader GAN KOBITA NATOK: November 2019

Tuesday 12 November 2019

দাদার কবিতা

            ১।   জীবন
জীবন বলে যদি কিছু থাকে
তার নাম চরম অনিশ্চয়তা 
সত্য বলে প্রতিভাত হয় যাহা  
পর মুহূর্তে মিথ্যা হয় যে তাহা
যাহাকে আমি নিজের মন জানি
সে আমার বাধ্য কতখানি
আজ সকালে যে কথা ভেবে উঠি 
পর মুহূর্তেই গোলমাল হয় তাহা 
আবার যখন মনে হয় সব ভুল 
পরম সত্য হয়ে ওঠে তারা 
আজকে মনে ছন্দ যখন এল 
মনটা আমার বিস্ময়ে ভরে গেল
ভাবিনি তো ছন্দ আসবে আমার মনে
গুলিয়ে দিয়ে যাবে ক্ষণে ক্ষণে 
সারাদিন শুয়েছিলাম অসীম পেটের যন্ত্রণাতে
রাতে যে কবিতা আসবে মনে 
স্বপ্নেও আসেনি হৃদয়ের খেয়ালে 
এর নামই বিশ্ববিধাতার সৃষ্টি
কিভাবে আমরা করব তার কৃষ্টি ?  

২।শরশয্যা

ভীষ্মের শরশয্যায় শুয়ে আছি দানবীয় ধরায়
যত ভাবি মুক্তির দিকে এগোচ্ছি
এক ধাঁধা জালে বাঁধা পড়ে যাই 
চারিদিকে অন্ধকার, ভালো লাগে না কিছুই,
ভালো লাগে না সাহিত্য, সংসার, বন্ধু-বান্ধব
বা ফেসবুক - হোয়াটসঅ্যাপ -এর কচকচানি
তবু চোখ চেয়ে থাকি, --- সুদিন আসবে, 
আমি বেশ মনোযোগ দিয়ে কবিতা লিখবো 
কামিনী - রজনীগন্ধার ঘ্রাণ নেবো
শুনব রবীন্দ্র - নজরুল - অতুলপ্রসাদ 
রোজই ভাবি উতরে যাবো পরীক্ষায়
পরক্ষণেই আর এক প্রশ্নপত্র আসে 
যার জন্য আদৌ তৈরি নই !

অবসাদে মন ক্লান্ত হয়ে যায়
শুনি নাকি যত বিষাদ কবিজীবনে আসে 
সৃষ্টি তত শুরু হয় উল্লাসে!
উদভ্রান্ত উদাস মন ভরে ওঠে
কল্পনা ও সৃজনে -----

শরশয্যা থেকে উঠে আসে মন 
অসীমের নীরব কল্পনাতে...