Subscribe in a reader GAN KOBITA NATOK: September 2019

Tuesday 17 September 2019

শেষবেলা (SHESHBELA)

শেষবেলা   (SHESHBELA)


আজকে আমি  যাচ্ছি চলে চিরদিনের পথে...

    ... আসবি না?


একটুখানি ছুঁবি না আমায় ?
তোর চোখের জলের ধারাস্নানে
আমার যাত্রা - পথ সিক্ত করবি 
 এই বড় সাধ ছিল। 

তারপরে রাত নামলে তোর একাকী শয্যায়
কান্না ... আরও কান্না নেমে আসবে
জ্যোৎস্নায় ভর করে ...। 

প্রতিদিনের কাজেতে তোর 
অকাজ হয়ে আমি
থেকে যাবো প্রতি পলে
এই বড় সাধ ছিল

আসবি না তুই শেষবেলাতে
পাগলিনীর বেশে ?
চিরপথের পাড়ি দেবার আগে

আমার এই বড় সাধ ছিল। 




Saturday 14 September 2019

অভ্যর্থনা (OBHYRTHONA)


          অভ্যর্থনা 

যদি কখনও এই পথে যাও , 
আমার বাড়ি এসো ...
জাজিম -পাতা মন রয়েছে, 
যত্নে থেকো সেথা...
তোমার ব্যথায় প্রলেপ পাবে
আকাশ এমন নীল ----
জলের ধারায় তোমার অঝোর 
অশ্রু যাবে ধুয়ে 
আসবে যখন সু -চির ঘুম 
পালঙ্কের 'পরে
ব্যঙ্গমা তার পাখায় নিয়ে 
 যাবে যতোই দূরে---- 
ততই আমি থাকব তোমার
মনের মনিপুরে ।

Tuesday 10 September 2019

তোমায় দেখতে চাই ( TOMAY DEKHTE CHAI)

শুধু একবার তোমায় দেখতে চাই
আমার সব কবিতায় তোমার অচেনা মুখ
তবু একবার তোমায় দেখতে চাই 
আয়নায় নয় , সে আজ ঢাকা থাকুক ।  

Sunday 1 September 2019

একলা মেয়ে (EKLA MEYE)




 একলা মেয়ে

স্বপন –সাধন করছে একলা মেয়ে
সিঁড়ির পরে সিঁড়ি
আরও সিঁড়ি – সিঁড়ি – সিঁড়ি
জীবন পালন করছে একলা মেয়ে,
কেউ পাশে নেই আগে- পিছে
মিথ্যে শপথ, কান্না মিছে
মরণ লালন করছে একলা মেয়ে ।

রঙ (RONG)



 রঙ(গদ্য কবিতা)


দূরে যেয়ো না ,  ওই
আদিগন্ত – ঝুরি- নামানো অশ্বত্থতলায়
ওখানে সর্বনাশ সাজানো আছে ভালোবাসার নামে
সবুজ পাতার শিরায় শিরায় ----
তার চেয়ে আরও অনেক অভয় আশ্রয় ঐ নীল
নিশ্চিত, কঠিন , সহজ, তরল, ঝজু ---
যার একটিমাত্র প্রতিশ্রুতি
তোমাকে নিয়ে যাবে গভীর চেতনার নীড়ে
কপোত-বক্ষের নিবিড় উষ্ণতায়
দূরকে নিকট করার পরম মুহূর্তের
স্বচ্ছ - সাধনা – নিমগ্নতায় ।