অভ্যর্থনা
যদি কখনও এই পথে যাও ,
আমার বাড়ি এসো ...
জাজিম -পাতা মন রয়েছে,
যত্নে থেকো সেথা...
তোমার ব্যথায় প্রলেপ পাবে
আকাশ এমন নীল ----
জলের ধারায় তোমার অঝোর
অশ্রু যাবে ধুয়ে
আসবে যখন সু -চির ঘুম
পালঙ্কের 'পরে
ব্যঙ্গমা তার পাখায় নিয়ে
যাবে যতোই দূরে----
ততই আমি থাকব তোমার
মনের মনিপুরে ।
আমার বাড়ি এসো ...
জাজিম -পাতা মন রয়েছে,
যত্নে থেকো সেথা...
তোমার ব্যথায় প্রলেপ পাবে
আকাশ এমন নীল ----
জলের ধারায় তোমার অঝোর
অশ্রু যাবে ধুয়ে
আসবে যখন সু -চির ঘুম
পালঙ্কের 'পরে
ব্যঙ্গমা তার পাখায় নিয়ে
যাবে যতোই দূরে----
ততই আমি থাকব তোমার
মনের মনিপুরে ।
No comments:
Post a Comment