Subscribe in a reader GAN KOBITA NATOK: October 2017

Saturday 28 October 2017

দূরপথে (DOORPAWTHE)


দূরপথে

তুমি আছো কি না আছো দাঁড়িয়ে এখনো 
সেকথা ভাবি না আর -----
তবু খোলে কি না খোলে সেই করাঘাতে 
সমুখে রুদ্ধদ্বার ...। 





Wednesday 25 October 2017

নাও (NAO)



নাও 

ময়নামতী , ময়ূরপঙ্খী , 
যাও ভেসে দূর পারে
আমায় একা রেখে যেয়ো 
অশ্রু -ঝরা কিনারে

দুর্যোগ (DURJOG)


দুর্যোগ


এ তীব্র দুর্যোগে তোমার মুখ
নবমী নিশিভোরের মতোই আঁধার
তবুও বুকের মাঝে কান্নার সুরে
'যেওনা , যেওনা, ' বলি বার বার...।

Sunday 22 October 2017

অশ্রুজল ( OSRUJOL)

 এ আমার  শূন্য জীবনে  
সঞ্চয়ে রেখেছি যে বিষম তরল
অতল সমুদ্রের মত লোনা সেই 
অফুরান অশ্রুজল ---

Saturday 14 October 2017

ত্রিনয়নী (TRINIYONI)



ত্রিনয়নী তিন দুর্গা,
লক্ষ্মী সরস্বতী, 
তাদের চোখে জল নেইকো,
কাঁদলে ঝরে মোতি ।


ত্রিনয়নী তিন দুর্গা,

লক্ষ্মী সরস্বতী, 
সমুখ পথে চলতে যেন 
হয় না কোনো ক্ষতি




প্রত্যাবর্তন (PROTYABORTON)



প্রত্যাবর্তন (PROTYABORTON)

 এতোটা পথ পেরিয়ে এসে দেখি
ক্লান্তি যত মিলিয়ে গেল ...একি! 

একটা বাড়ি আমার দিকে মুখ ফিরিয়ে
শেষ সরণির বাঁকে.
দাঁড়িয়ে আছে, মায়ের হাসি
যেমন জেগে থাকে।