Subscribe in a reader GAN KOBITA NATOK: May 2018

Thursday 31 May 2018

আগমনী (AGOMONI)

      
আগমনী (AGOMONI)


ছিল একা কাশ, একলা আকাশ ---
             এলে তুমি, সাজল মনভূমি । 

Saturday 26 May 2018

শিশুরা (SHISHURA)

পৃথিবীর যত শিশু যেন থাকে সুখে
দিনশেষে দুটি ভাত যেন তোলে  মুখে । 

Wednesday 23 May 2018

খেলা (KHELA)

খেলা (KHELA)
তুমি নিঃশব্দে ফুটে ওঠো আলোর জ্যোৎস্নায় 
আমি অন্ধকারের পাখি হয়ে 
তোমার বুকে বাঁধি বাসা।
তোমার সঙ্গে  প্রতিদিনের এই খেলায়
হাসির শব্দে রাত্রি জেগে ওঠে ।
ভোর হলে সেই আঁধারের পাখি
    যায় মিলিয়ে
মেঘের মাঝে আলোর ঝিলিক
ঠোঁটে নিয়ে।

তুমি তখনো বসে বসে
ডাকো আমায় একা - একা
'খেলবি আয়' --- 

Wednesday 2 May 2018

দূর (DUR)

 


তুমি নাকি অনেক দূরে থাকো? 
তোমার নাকি হদিস মেলাই ভার? 
তাহলে আর কেমন করে 
আমার চৌকাঠের 'পরে 
প্রজাপতি মেলে পাখনা তার?

Tuesday 1 May 2018

নীল নিমন্ত্রণ ( NEEL NIMONTRON)

 

নীল নিমন্ত্রণ 

জানালার ওপারে প্রতীক্ষা যার 
দুচোখের অশ্রু কি শুধু 
না পাওয়ার বেদনার?

সেই হাসিটুকু যখন লুকায়
বিষ-নীল মেঘ-অঞ্চলে
তখন কোন বাধা না মেনে
স্খলিত পায়ে এলে চলে।

মৃত্যু এত কি সহজ ছিল
অঘোর ঘুমের মায়াজালে ---
স্বপ্নের রঙে রাঙা আঁখি
বেদনা লিখেছে  অন্তরালে ...