Subscribe in a reader GAN KOBITA NATOK: December 2016

Saturday 31 December 2016

৩১.১২.২০১৬ (31.12.2016)



৩১.১২.২০১৬


শিশুকালে 
যে খেলাঘরে
মাটির পুতুল নিয়ে 
ঘর করেছিলাম
সে ঘর কবেই ভেঙেছে ।

গোধূলিবেলার রেশ নিয়ে
আকাশ সাজিয়েছিলে-----
আজও মনে পড়ে সেই
সানাইয়ের সুরে
সাতপা একসাথে
গিয়েছিল বহুদূর -----

সে সুর আজ সন্ধ্যায়
নতুন করে বাজল
শেষ থেকে শুরুর ইঙ্গিতে।। 

Tuesday 27 December 2016

পুতুল-কথা PUTUL-KAWTHA

পুতুল-কথা



পুতুল-ঘরের মাটির পুতুল
আমায় বলেছিল
'আমায় তোমার চোখের জলের 
গাঙে ভাসিয়ে দিও ।

তোমার আছে খেলনা অনেক 
ধাতুর কাচের কতো
তোমার কান্না কেউ দেখেনি
একলা আমার মতো। 

তারা তোমার দেখল হাসি
উজল-তারার চোখ ---
তোমার কাঁদন দেখে আমার
হৃদয় আকুল হোক ।

সাজিয়ে রেখো তুমি তাদের
তোমার পুতুল-ঘরে ...
তোমার অশ্রু বুকে নিয়ে
আমিই গেলাম সরে।' 

Saturday 24 December 2016

পৃথিবীটা PRITHIBITA





পৃথিবীটা  PRITHIBITA


তোমায় ছাড়া 

এই পৃথিবীটা আমার
দরকার নেই।

 দরকার নেই ঘাসফুলে প্রজাপতি 
যদি না তার পাখায় 
তোমার খবর  লেখা থাকে।

পদ্মপাতায় জলের ফোঁটায় যদি
তোমার মুখ দেখতে না পাই
তবে 
 এই পৃথিবীটা আমার
দরকার নেই।

যদি না ভোরের মিষ্টি রোদে 
তোমার হাসি লেগে থাকে
তবে
সূর্য নিভে যাক্---
তাও সই 
তাহলে  সূর্যের আলোমাখা
এই পৃথিবীটা আমার
দরকার নেই।



Tuesday 20 December 2016

পার PAAR




পার


দুচোখের অতল গভীরে নেমে 
ভেবেছিলাম মুক্তো খুঁজে পাবো -----
এ পারাবার হল না পার হওয়া ।

ভাবিনি তো সাঁতার দেবার আগে
নুনের পুতুল জলেই হারিয়ে যাবো ----
শেষ কথাটি হল না আর কওয়া ।। 




Monday 12 December 2016

ফিরে দেখা





ফিরে দেখা

জীবন ছেড়ে  এগিয়ে যেতে যেতে
পিছন ফিরে তাকিয়ে বারেক দেখা ...
সেই যে হলুদ পাখির  পালক
লুকিয়ে ছিল দেরাজের এককোণে
সেই যে ঝড়ে হারিয়ে যাবার আগে
পেয়েছিল একমুঠো আশ্রয় 
সেই পাখি তো ডাকবে আবার  ভোরে
কিন্তু আমার চোখ খুলবে কি?
আমি এখন জীবন ছেড়ে 
দুরের বাতাস পাখাতে ভর করে।
চেনা এক পথের হাতছানি...
পিছন ফিরে আর তাকাবো না  ।

Monday 5 December 2016

মনের কথা MONER KAWTHA

মনের কথা


এমন তো নই আমি...

যেমন মনের কথা মুখের আড় 
সুখের কথা মনের বার ---


এমন নই কো আমি 

তুমি চোখ সরালেই অন্ধকার ...।।


আলোয় এসো , মনের কথা

সময় হলেই যেয়ো ----


চলে যাবার পথটি সোজা,

সহজ, অনুমেয় ।।