পৃথিবীটা  PRITHIBITA
তোমায় ছাড়া 
এই পৃথিবীটা আমার
দরকার নেই।
 দরকার নেই ঘাসফুলে প্রজাপতি 
যদি না তার পাখায় 
তোমার খবর  লেখা থাকে।
পদ্মপাতায় জলের ফোঁটায় যদি
তোমার মুখ দেখতে না পাই
তবে 
 এই পৃথিবীটা আমার
দরকার নেই।
যদি না ভোরের মিষ্টি রোদে 
তোমার হাসি লেগে থাকে
তবে
সূর্য নিভে যাক্---
তাও সই 
তাহলে  সূর্যের আলোমাখা
এই পৃথিবীটা আমার
দরকার নেই।
 
No comments:
Post a Comment