Subscribe in a reader GAN KOBITA NATOK: November 2016

Saturday 12 November 2016

কাঁটা KNATA




কাঁটা  KNATA

কবে জাদু-গালিচায় চড়ে
তোমার পথে পাড়ি দিলাম
তোমাকে একবার 
চোখের দেখা দেখব বলে 
সঙ্গে নিলাম ফুলের নির্যাস,
কাঁটার আঘাত ----
তোমার যা পছন্দ,
তুমি বেছে নেবে ।

জাদু-গালিচা তোমার জন্যে 
করতে পারে কাঁটাকে
ফুলে পরিণত। 

কিন্তু পারে কি


ফুল কে কাঁটায় পরিণত করতে ? 

Saturday 5 November 2016

জীবন-মন JIBON-MON


জীবন-মন JIBON-MON

হৃদয় নিয়ে সবাই আসেনা
কেউ কেউ ফিরে যায় , এই পূথিবীতে
 হৃদয় দিয়ে, দিয়ে মন ।
সেই মনের মাঝে ঘুমিয়ে থাকে 
তার জীবন।

দেহ ছুঁয়ে যে মন হাসে 
সে জানেনা, মন ছুঁলে সোহাগের দাগ  
সিঁথির লালে রয়ে যায় ।
আলতো কপোলে প্রেম হয়ে 
সময় আঁচড় কাটে স্মৃতির পাতায়।

প্রেম যবে হয়ে যায় স্মৃতি 
আঁচল লুটিয়ে ফেরে ভালোবাসা 
শিশিরে শিশিরে ধুয়ে মন
শরীরের শেষে নবজীবনের তীরে
সুস্নাত ফিরে এসে হাসে জীবন ।।