Subscribe in a reader GAN KOBITA NATOK: November 2017

Thursday 30 November 2017

তারা ( TAARA)

                   





শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল 'আসছে জনম 
জ্বলব তোর কপালে।'



                                      

Wednesday 29 November 2017

ইচ্ছে -ডানা (ICCHE_DAANA)



ইচ্ছে -ডানায় ভর করেছি
চাইনা এ রাত সকাল হোক
কোথায় গেলে ফিরে পাবো 
স্বপ্ন দেখার সেই দুচোখ ? 


           

Tuesday 28 November 2017

বাঁশি (BNAASHI)

   কোনও এক বাঁশির সুরে সুরে 
দূর দূরান্তে  হারিয়ে যাও 
মনে হয় কোথাও
এজন্মে দেখা হল না আর 
তোমায় - আমায় ...।

শেষ হলেই কি আর শেষ হয়?
তার  মধ্যে আছে শুরুর সংকেত
একথা মনে করতে তবে 
এত কিসের ভয় ?

তোমার মুখ ( TOMAR MUKH)
















          আমি কখনও দেখিনি তোমায় 
     দেখেছি শুধু এক সাদা ক্যানভাস
         আজ ওই ক্যানভাসে
           আমি এঁকেছি তোমার মুখ ...

























Sunday 26 November 2017

চিরদিন (CHIRODIN)






 
চিরদিন (CHIRODIN)

অন্তরে শুধু ব্যবধান কয়েকটি চিন্তাসূত্রের ।
    যেভাবে দেখে এসেছি এতকাল
আজ কি তাকে বিদায় দেবার
সময় সমাগত? 
এতদিন ছিলে কতরূপে
কাল তাহাদের সকলকেই
দিয়ে এসেছি বিসর্জনের জলে
এবার শুধুই অন্ধকারে
একা জাল বোনা ...।
এবার কি আরও এক 
একাকী হৃদয় 
আমাকে সন্ধান করে ফিরে
সহসা নিজেরই মধ্যে
খুঁজে পেলে চিরদিনে? 

পটভূমি (POTOBHUMI)







                            কেন এমন হয় ?
        চারিদিকের ধূসর পটভূমি 
        সবুজ রঙে রঙ্গিয়ে দিতে 
         সারাজীবন লাগলোই নাহয় !!

Saturday 25 November 2017

ছন্দ (CHHONDO)

    

              হয়তো আবার কোনদিন যাবো
               ওই পথটুকু বেয়ে ...
               যেখানে চলার ছন্দ ফুলের
               পাপড়িতে আছে ছেয়ে ।

শপথ ( SHOPOTH)













                         সে কোন চলার পথ ----
                তোমার সাথে নিয়েছিলাম 
                   অজানা শপথ ----




                                            

Thursday 23 November 2017

স্বচ্ছ (SWACHHO)




  স্বচ্ছ


এতো স্বচ্ছ এ নদীর জল,
কথার সত্যি -মিথ্যে,
এপার- অপার
সবি দৃশ্যমান ।


শুধু   



তুমি  মুখ ফেরালে যখন,

সকাল -সন্ধ্যে  জীবন-মরণ
সব রয়ে গেল সমান।। 

Wednesday 22 November 2017

মিনতি ( MINOTI)


মিনতি

কান্না টুকু আমার কেবল 
তোমার জন্যে রেখো 
হাসিখানি থাকুক ভোরের 
ঝলমলে আলোয় ...।

Wednesday 15 November 2017

জিয়নকাঠি (JIYONKATHI)


জিয়নকাঠি

শিয়রে ছিল জিয়নকাঠি 
আর ছিল রাত আঁধার
গান ছিল ঘুমভাঙ্গানিয়া
ভাঙল কি ঘুম রাজকন্যার ?

আলো (AALO)



আলো (AALO)

শুধু একটি আলো মনের ভিতর 
গান হয়ে বেজেই  চলেছে...
আমি সেই সুরটি দিয়ে
আমার অনামিকা সাজিয়ে নিয়েছি।

অনেক সন্ধ্যা , অনেক সকাল
প্রতিশ্রুতির অনেক রঙিন মেঘ
আকাশকে করেছে আলিঙ্গন ।
জানিনা কখন সেই অনামিকার আলো 
টুপ করে ঝরে পড়ল
আঁধারের কালো দিগন্তে।

মন তখন হেসে তাকালো
মাথার ওপর
 আলোর আকাশের দিকে। 
             






                     

Sunday 12 November 2017

ইচ্ছা (ICCHA)


         

            ইচ্ছা

            আমি তোমার গলার হারে
        চাইনে মোতি হতে 
        ভেসেই যাবো তোমার চোখের 
         অশ্রুজলের স্রোতে ।

Monday 6 November 2017

নবজন্ম (NOBOJONMO)



 নবজন্ম 
আরেকটা দিন, আরেকটা রাত, 
অনেক ভালোবাসা  ----
আরো খানিক এগিয়ে যাওয়া 
নবজন্মের আশা ।।

                   



                               

Wednesday 1 November 2017

বিসর্জন (BISORJON)

                    

বিসর্জন

এবার আরাধনার কাল শেষ
বিসর্জনের বাজনা দূরে কোথাও বাজে
শুধু মন্দির -প্রাঙ্গণে একটি স্তিমিত প্রদীপ
বিচ্ছেদের গান গেয়ে অশ্রুধারায় সাজে...।