চিরদিন (CHIRODIN)
অন্তরে শুধু ব্যবধান কয়েকটি চিন্তাসূত্রের ।
    যেভাবে দেখে এসেছি এতকাল
আজ কি তাকে বিদায় দেবার
সময় সমাগত? 
এতদিন ছিলে কতরূপে
কাল তাহাদের সকলকেই
দিয়ে এসেছি বিসর্জনের জলে
এবার শুধুই অন্ধকারে
একা জাল বোনা ...।
এবার কি আরও এক 
একাকী হৃদয় 
আমাকে সন্ধান করে ফিরে
সহসা নিজেরই মধ্যে
খুঁজে পেলে চিরদিনে? 
 
No comments:
Post a Comment