ভোরের শিশিরবিন্দুতে 
    রবিরশ্মি - ছটায়
   পৃথিবীর প্রতিচ্ছবি
  তেমনি দিনের শেষে
  শ্রান্ত গোধুলি-বেলায়
 হারানো সুর খোঁজে কবি । 
তুমি তো রাতে ও প্রাতে
তোমার সখীর সাথে
কবিতা- ভাঙ্গা- গড়া খেলে
বিবর্ণ এ জীবনেরে
তুলেছ রঙিন করে
অফুরান প্রেম-সুধা ঢেলে ... 
 
No comments:
Post a Comment