সাজ
তোমার ছবি আঁকবো বলে
                                                তুলি
নিলেম তুলে
  কিন্তু তোমায় দেখতে কেমন 
     সেটাই গেলেম ভুলে।।
          ফুলের মতন, পাখির মত
কিংবা চোখের জল,
   চাঁদের আলো, রাতের কালো
কিংবা মেঘের দল?
           হায়রে হৃদয় দেখলে নাকো 
আপন মনের মাঝে
    তোমার মনের অচিন মানুষ
হাসে অরূপ সাজে।। 
 
No comments:
Post a Comment