তারপর? TARPOR?
তারপর কেটে গেছে যুগ বহু- বহু
মহুলের বনে ফুটেছিল যে মধুমঞ্জরী
সুয়োরানীর মুকুট থেকে
কবেই তা ঝরে গেছে ----
সমুদ্র - সম্রাটের সৈন্যদল গর্জন থামিয়ে
ফিরে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে -----
সূর্য- গ্রহণের পর পাখির কূজন গেছে থেমে
এবার তুমি কোথায় ফিরবে, পথিক?
কোন্ পথ তোমার পদচিহ্ন বুকে নিয়ে
হাজার বছর প্রতীক্ষার প্রতিশ্রুতি বহন করবে
জীবনের শেষ প্রশ্বাসকে বাজি রেখে?
No comments:
Post a Comment