জাল JAAL
তুমি আমার জীবনের বৃত্তে
অন্ধকারে জাল বুনে চলেছো ক্রমাগত
আলোয় ঝিল্ -মিল্ করে ওঠে সেই জাল
ভোরের শিশিরবিন্দু বুকে নিয়ে।
আসল দুঃখের কথাটা কি জানো?
আমি অঙ্কে বেবাক কাঁচা বলে
আরেকটা জাল আমার বোনার সাধ্য নেই
শুধু আছে আলো- ঝলমল সকাল ,
জাল
আর শিশির- স্নিগ্ধ ভোরের প্রতিশ্রুতি ।।
No comments:
Post a Comment