Subscribe in a reader GAN KOBITA NATOK: কল্প- কাহিনী

Sunday, 9 June 2019

কল্প- কাহিনী


কল্প- কাহিনী 

'আমাকে একটা গল্প শোনাও '
--এর উত্তরে সেই নদী নিঃশব্দে 
আমারই জীবনকাহিনী  আমার কাছেই
উজাড় করে দিলো । 

নিজের জীবন কে আমি 
কোনোদিন এইভাবে নিজের চোখে 
দেখবো ভাবিনি---

যেমন নদীর ধারা পাড় ঘেঁসে নেচে চলে
তেমনি রিন -রিন শব্দে সে গল্প বলে গেল

গোধূলি -আকাশে পড়ন্ত - লাল
আলো - ছায়া -দোলা 
ছিলো সেই গল্পের আবহ জুড়ে ...

আরও কতো গল্প,
গাছের মতন স্থির, পাতার মতন সবুজ
প্রতিরাতে জড়ালো আমার অবুঝ মনকে 

আজ জীবন-শেষের প্রান্তে এসে সেই নদীটার 
শান্ত, ক্লান্ত পলিমাটির মতো 
চলেছি তো চলেইছি ----

জানিনা এবার, এই গল্পের সাক্ষী হয়ে কে
স্বপ্নের জাল বুনে ভরিয়ে তুলবে 
আমার নির্ঘুম, নিঃসঙ্গ, নিস্তরঙ্গ  রাত ...। 

No comments:

Post a Comment