হে জীবন! আমি কেন জাতিস্মর হলাম না?
হলে আমি তোমাকে বলে দিতাম
আমার গতজন্মের সমস্ত ইতিবৃত্ত
আমার গতজন্মের সমস্ত ইতিবৃত্ত
যা কখনো মাঝে -মধ্যে
আমার এই অসমাপ্ত, অসংবদ্ধ জীবনে
উঁকিঝুঁকি মেরে চলে যায়
কি যেন এক ইঙ্গিতে
হাতছানি দিয়ে বলে যায়
'চলে এসো ,ভেসে যাও গতজনমের
ছন্দময়, বর্ণোজ্জ্বল জীবনের স্রোতে '
যেতে চাই, কেন এ জন্মের স্মৃতিগুলো
প্রিয়ার বাহুবন্ধন হয়ে জড়িয়ে রাখতে চায়
আমাকে?
যেতে চাই, কেন এ জন্মের স্মৃতিগুলো
প্রিয়ার বাহুবন্ধন হয়ে জড়িয়ে রাখতে চায়
আমাকে?
No comments:
Post a Comment