আপন (APON)
পাহাড় নদী সাগর মরু 
ভ্রমণ যখন শেষ ----------
 
ভালো লাগার তখন শুরু
নিজের আপন দেশ। 
এই সমতল পাতায় সবুজ
ফুলের রঙে রাঙা,
মেঘের কালো বড়োই অবুঝ,
ঝরে আকাশ - ভাঙা ।
সূর্য ডোবে, রাত্রি আসে
চাঁদের আলো মেখে
আবারও ভোর দেখার আশে 
প্রতীক্ষা যাই রেখে। 
 
No comments:
Post a Comment