চোখ
কোনোদিন শুনেছ কি
বৃষ্টি - ভেজা তারার কাহিনী?
দূর আকাশে নয়কো কোথাও
কোনও নীহারিকা - পুঞ্জে ...
জোড়া - পায়রার মতো
তারা শুক - শারী , তবু
কখনো মেলেনি একসাথে ---
মিলবে কি করে? তারা যে দুটি
চোখের আলোক - ধারা !
তোমার - আমার , সবাকার চোখে
আলো হয়ে জ্বলে , আর
সুখ - দুঃখের বৃষ্টিতে ভিজে
কভু কাঁদে, কভু হাসে! ...
No comments:
Post a Comment