কাঁটা  KNATA
কবে জাদু-গালিচায় চড়ে
তোমার পথে পাড়ি দিলাম
তোমাকে একবার 
চোখের দেখা দেখব বলে 
সঙ্গে নিলাম ফুলের নির্যাস,
কাঁটার আঘাত ----
তোমার যা পছন্দ,
তুমি বেছে নেবে ।
জাদু-গালিচা তোমার জন্যে 
করতে পারে কাঁটাকে
ফুলে পরিণত। 
কিন্তু পারে কি
ফুল কে কাঁটায় পরিণত করতে ? 
