Subscribe in a reader GAN KOBITA NATOK: January 2017

Tuesday, 31 January 2017

চিঠি (CHITHI )


চিঠি



এতদিন চিঠির আশায় বসে থেকে থেকে
আজ ঝড়ের সাথে একটি গাছের পাতা 
জানলা দিয়ে উড়ে এলো  হাতে
কী যে বার্তা আনলো জানিনা তা !

লালরঙা ওই ঝরাপাতার সাথে
কী পাঠালে, সেসব তুমিই জানো...
আমি তাকে তুলে নিলাম হাতে
ও যে অনেক আদর মাখানো! 

যত্নে তাকে আমার শাড়ির ভাঁজে
রেখে দিলাম সবার নজর থেকে ---
তোমার চিঠি মধুর ভালোবাসায়
ঘুমের চোখে কাজল দিলো এঁকে ।



Friday, 6 January 2017

সত্যি -মিথ্যে (SOTTI-MITTHEY)


সত্যি -মিথ্যে

অন্ধকারে  সারারাত  মিথ্যে হয়ে জ্বলো ----
সুগন্ধি আতর মাখো সারা গায়ে 
তবুও কি সত্যি ভোলা যায় ?

ভোরের আলোয় কোথায় 
শিশিরবিন্দুর বাস?
সে তো তোমার চোখের 
মুক্তা - দ্যুতি হয়ে 
মোমের আলোয় চরম স্বীকৃতি ....

আবার প্রস্তুতি চলে আগুন হবার
আঁধারকে আলিঙ্গন  করে

মিথ্যেকে সত্যি করে জ্বলার...... 





Monday, 2 January 2017

আলো (ALO)







আলো

সারারাত ধরে শুনেছি 
করাঘাত দরোজায় -----

তবু দোর খুলিনি।

সকালে দোর খুলে দেখি

অন্ধকার মিলিয়ে গেছে
ভোরের আলোয়।

কে তবে এসেছিল?

ফিরে গেছে জীবন-মন
আলোকিত করে?