Subscribe in a reader GAN KOBITA NATOK: July 2017

Saturday, 29 July 2017

খেলা (KHELA)


খেলা (KHELA)

পেয়ে হারানো, হারিয়ে পাওয়া ,
জনম- খেয়ার নৌকো বাওয়া,
এই আমাদের চিরকালের
লুকোচুরির খেলা ...

মেঘের আদর জড়িয়ে মনে
ডাক দিয়েছি সঙ্গোপনে
এসো আমার খেলার বনে
আজকে সকালবেলা ।।

Friday, 28 July 2017

পুতুল (PUTUL)


পুতুল 


কাচের পুতুল যখন ভেঙে গেল----
ভাবলাম আর পুতুল খেলবো না ...
ডানাতে ভর করে প্রজাপতি
ভোরের আলোয় চোখ মেলবো না ।

Friday, 21 July 2017

চাঁদ (CHAND)


চাঁদ  (CHAND)

'আমি একদিন খুব শিগগির 
চাঁদকে বাড়িতে নিমন্ত্রণ করব'----

এই কথা ভেবে ভেবে 
কাটিয়ে দিলাম অনেকগুলো
অমাবস্যার রাত...।

আর একদিন

তারাদের মজলিসে 
হারিয়ে যেতে যেতে 
অঙ্গে জড়িয়ে নিলাম
তারাদের চুমকি-গাঁথা
সমস্ত  আকাশ ।।

Monday, 10 July 2017

ডানা (DANA)




         

   ডানা      

        

 সমুদ্র তো আছেই কাছে
 তীরে  বসে ঘর গড়ি ----
ওড়ার ডানা কবেই আমায়
দিয়ে গেছে এক পরী ।

একটি মোতির আভায় দুচোখ
রঙ্গিন হয়ে আছে-----
নেশায় বিভোর এ মন আমার,
আকাশ কোলের কাছে।

এবার শুধুই জীবন নিয়ে
ভাঙা - গড়ার খেলা,
অথির পাখায় ভর করে আজ
শুধুই ওড়ার  পালা ।

Saturday, 1 July 2017

অবুঝ মন (AWBUJH MON)


অবুঝ মন

বৃষ্টি ঝরছে
অঝোর তোমার কথা,
আকুল তোমার স্মৃতি
অকূল তোমার মন---- 

একেলা শিথানে
অবুঝ অশ্রুজল
ব্যথার সোহাগ ঘিরে 
অপলক এ জীবন ।।

মিছিমিছি (MICHIMICHI)



প্রেম যদি থেমে থাকে
দুচোখের পলকের নীচে ---
অধর যে হাসি হেসেছিল
 চিরদিন রবে  কি তা মিছে?