Subscribe in a reader GAN KOBITA NATOK: August 2017

Friday, 25 August 2017

ডরাই (DORAI)



ডরাই 

বড় ডরাই 
সেই পাতা-শির-শির
বকুল বীথির পথ -----
মনে হয় এখনো তুমি আমার 
পাশে-পাশেই আছো -----

বড় ডরাই
সরোবরের নিটোল জলে
চাঁদের ছায়াছবি ----
মনে হয়, তুমি আজো 
আমার চোখে
অপলকে  চেয়ে -------


বড় ডরাই
ঐ মোরাম-পাতা পথে 
বুকের মধ্যে ঢেঁকির পাড় ----
মনে হয় আমার দুহাত তোমার হাতে 
তেমনি ধরা আছে !


Wednesday, 16 August 2017

বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)




বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)

আমি অন্ধকারে একা 
অনুভবের দেশে
তুমি বন্ধ্যা ভূমির অন্তরে 
নীরবে অশ্রু ঝরিয়ে যাও। 

নৈঃশব্দে্র শেষের প্রহর গুণে 
ভোরের আলোর সন্ধিক্ষণে 
নদীর বুকে  আশার নৌকা বাও। 

Saturday, 5 August 2017

ঝিলম (JHEELAM)

                                 


                                                 ঝিলম 

আমি যেদিন হলাম 
তোমার স্রোতস্বিনী ঝিলম
সেদিন থেকে তোমারি পথ 
নিজেই বেছে নিলাম।