Subscribe in a reader
GAN KOBITA NATOK: September 2017
GAN KOBITA NATOK
Friday, 29 September 2017
বেদনা (BEDONA)
স্মৃতিপথে তব মুখ দূরে আবছায়া
তবুও গেলো না আজো বেদনার মায়া ।
Thursday, 21 September 2017
আবেদন (ABEDON)
ময়নামতী , ময়ূরপঙ্খী ,
যাও ভেসে দূর পারে
আমায় একা রেখে যেয়ো
অশ্রু -ঝরা কিনারে
Wednesday, 20 September 2017
ক্ষত (KHAWTO)
বুকের মধ্যে হাজার ছুরির ক্ষত
তবু তোমায় মনে পড়ে
পুরনো প্রেম বুকে ধরে
আবার হাসি আগের দিনের মত
Saturday, 16 September 2017
জরিপ (JORIP)
জরিপ
আমি কোনোদিন বলিনি কো
আমায় মুক্তি দিতে ----
বিফল টানে ছিঁড়ে গেল
প্রেম - জরিপের ফিতে !!----
Sunday, 10 September 2017
দেশ (DESH)
দেশ
আমি এখন মায়াসাগরের তলদেশে।
পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।
আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...।
এখানে প্রাণীদের তারার মতন চোখ
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
ওরা হাসেও না, কাঁদেও না---
পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।
যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে।
নীল আয়না (NEEL AYNA)
নীল আয়না
তুমি আয়নায় কাকে দেখো?
যাকে কোনোদিন কল্পনায়
বা স্বপ্নে
মনের মাঝে কোন স্থানই দাওনি?
এতদিন চিন্তার চোরাস্রোত বেয়ে
সে কখনো আশ্রয় চায়নি এই মনে
তাহলে আয়নার প্রতিবিম্ব হয়ে
আজ সে কেন এলো
রাতের ঘুম কেড়ে নিতে?
কেন আয়নার দিকে চেয়ে
তুমি হাসলে সে কাঁদে
তোমার চোখে জল দেখা দিলে
তার চোখ ওঠে হেসে?
তাহলে ওই আয়নাটাই
তোমার পরম শত্রুকে
বুকে ধরে লালন করেছে এতকাল?
চোখে-ঠোঁটে বিষ নিয়ে
সে তোমার হৃদয়কে করেছে মৃতপ্রায়
আজ তোমার ভাবনায় সেই বিষ
নীল......
Tuesday, 5 September 2017
চোখ (CHOKH)
চোখের ভাষা পড়তে শেখো
ভালোবাসার বাসা ===
এতেই মরণ, এতেই জীবন
এতেই কাঁদা- হাসা ।।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)