ভিন্ গ্রহের আমরা
 তখন 
জলের নিচে উৎসবের আলো জ্বেলে  
দক্ষ সাঁতারুর মতো অভিনয় করেছিলে !
জানতে দাওনি তুমি সাঁতার জানোনা,
অভিনয়ও।
এতই নতুন তুমি এজগতে
তোমার সব ছলনাই
প্রকৃত বলে মনে হয়। 
এ তোমার ফেলে আসা অন্য গ্রহের প্রভাব বই তো নয়
তাই 
ভিন্ গ্রহের আমরাও তোমাকে
স্বাগত জানিয়েছি 
তোমার ছলনাজালে 
বন্দী হবো বলে...।