Subscribe in a reader
GAN KOBITA NATOK: March 2018
GAN KOBITA NATOK
Sunday, 25 March 2018
মুখ (MUKH)
মুখ
সারাজীবন ধরে দেখেছি
বার বার একই সময়ে
তার ভিন্ন অভিব্যক্তিময়
রাগ- হাসি-কান্নার মিছিল ---
মাস গেছে, বছর ----
এবার যুগ পেরোতে চলল,
কখনও দেখিনি তার
একটির সাথে আর একটির মিল ।।
Wednesday, 21 March 2018
সে আছে (SHEY ACHHE)
সে আছে।
হয়তো রূপে নয় , হয়তো অরূপে
হৃদয় -গহনে চুপে চুপে
স্মরণে, অশ্রুতে, দীপে্, ধূপে
একান্ত আমার মনের কাছে----
সে আছে।।
Monday, 19 March 2018
মাটির পৃথিবীতে (MATIR PRITHIBITE)
আজ এসেছি সকালবেলা
নীল -সবুজের অবাক মেলা
জীবন দিয়ে জিতে --
স্বর্ণও নয় , স্বর্গও নয় ,
মাটির পৃথিবীতে
বৃষ্টি ভেজা সুবাসটুকু
হৃদয় ভরে নিতে ...
Thursday, 15 March 2018
রচনা (ROCHONA)
সকাল -বিকেল
তাই রচি---
মগজ নিয়ে
হৃদয় দিয়ে
তত্বকথার
কচকচি ...
Tuesday, 13 March 2018
মেঘ ( MEGH)
আজকে যদি মেঘ করতো
মন - খারাপের ঝুলি নিয়ে
পা মেলতেম পথে
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)