ভুলে গিয়েছ যে তুমি সে কথা আমি ভুলিনি । আমার দুয়ারে ক্যাকটাস - কাঁটা পেরিয়ে তোমার ভালোবাসা চৌকাঠে রুধির- ধারা বয় চোখ সেই অসম্ভবের প্রতীক্ষায় শূন্যের পানে চেয়ে রয় ।
বুমেরাং (BOOMERANG) ঘাটের পথটি বড়ই পিছল ---- তোমার তাতে কি? তুমি তো যাবেনা সে পথ দিয়ে কাঁটা- শোভিত সেই বনবীথি! বড়ই ভালো বেসেছিলে সেইসব দিন রাত্রি ---- তাই স্মৃতি -সৌধ চূড়ায় তার সুবাস জীবন্ত হয়ে আজো ফিরে আসবার নিভৃত বিবর খোঁজে ... তুমি শুধু মুখ ফিরিয়ে বল যে ইতিহাস আমি গড়িনি তা ফিরে এলো কি এলোনা আমার তাতে কি??
অমরত্ব আমি জানতাম, তুমি অমৃত পান করেছিলে, তিলে তিলে, দিনের পর দিন ... তাই চাইলেও তোমার মৃত্যু নেই । কিন্তু যা জানতাম না, তা হল এই, যে আমার ভাগের বিষটুকু মেশানো ছিল ঐ অমৃতে।
তাই
আমাকে তোমার দেওয়া এই অমরত্বে এত যন্ত্রণা ...এত ক্লেশ। আগে তো ভাবতে পারিনি !
এমন তো নয় , চিরকাল কাঁটার পথেই হাঁটা ... মখমলি লাল মাটিও তো ছিল। বন্ধুর পথই বেছে নিয়েছি কিনা ইতিহাসে তা লেখা নেই । একথাও কোথাও লেখা নেই যে আমার রচিত শ্বেত - সৌধ অশ্রু ধারায় চিরস্নাত... শুধু ব্যাকুল নয়ন পথ চেয়ে দৃষ্টি হারিয়ে তোমার মুখটুকু আর মনেই করতে পারে না আমি কি তাহলে তোমার- আমার প্রেমে
বাঁক (BNAAK) একটি নদী যাচ্ছিল সাগরে মিলতে হঠাৎ কেন বাঁক ফিরল ? গতজন্মের কোনও হাতছানি কি তাকে পিছনে ফিরিয়ে আনল? আমারও একটা গল্প ছিল তোমায় বলব বলব করে দিন চলে গেল আর বলাই হলোনা আজ সেই হারিয়ে যাওয়া নদীর বাঁকে হয়তো তা লেখা রয়েছে ... পড়ে দেখার অনুরোধ রেখে গেলাম।
টুকরো - টাকরা (TUKROTAKRA} ছিলনা সে কোনও ভালোবাসার প্রদেশ বরং সে ছিল এক পরদেশ যেখানে এক মূক এক বধির নীরবে কথা কয়েছিল অন্তরালে । আজ সে কথাটুকু তাদের স্মৃতি -র মণিকোঠায় ঝলকে উঠল... এলো সকাল ,এলো চির জীবনের চালচিত্র... সময়কে রঙ্গিন খামে মুড়ে ফেলে দিলো সেই চিরন্তন ডাকবাক্সে ...।।