Subscribe in a reader GAN KOBITA NATOK: May 2018

Thursday, 31 May 2018

আগমনী (AGOMONI)

      
আগমনী (AGOMONI)


ছিল একা কাশ, একলা আকাশ ---
             এলে তুমি, সাজল মনভূমি । 

Saturday, 26 May 2018

শিশুরা (SHISHURA)

পৃথিবীর যত শিশু যেন থাকে সুখে
দিনশেষে দুটি ভাত যেন তোলে  মুখে । 

Wednesday, 23 May 2018

খেলা (KHELA)

খেলা (KHELA)
তুমি নিঃশব্দে ফুটে ওঠো আলোর জ্যোৎস্নায় 
আমি অন্ধকারের পাখি হয়ে 
তোমার বুকে বাঁধি বাসা।
তোমার সঙ্গে  প্রতিদিনের এই খেলায়
হাসির শব্দে রাত্রি জেগে ওঠে ।
ভোর হলে সেই আঁধারের পাখি
    যায় মিলিয়ে
মেঘের মাঝে আলোর ঝিলিক
ঠোঁটে নিয়ে।

তুমি তখনো বসে বসে
ডাকো আমায় একা - একা
'খেলবি আয়' --- 

Wednesday, 2 May 2018

দূর (DUR)

 


তুমি নাকি অনেক দূরে থাকো? 
তোমার নাকি হদিস মেলাই ভার? 
তাহলে আর কেমন করে 
আমার চৌকাঠের 'পরে 
প্রজাপতি মেলে পাখনা তার?

Tuesday, 1 May 2018

নীল নিমন্ত্রণ ( NEEL NIMONTRON)

 

নীল নিমন্ত্রণ 

জানালার ওপারে প্রতীক্ষা যার 
দুচোখের অশ্রু কি শুধু 
না পাওয়ার বেদনার?

সেই হাসিটুকু যখন লুকায়
বিষ-নীল মেঘ-অঞ্চলে
তখন কোন বাধা না মেনে
স্খলিত পায়ে এলে চলে।

মৃত্যু এত কি সহজ ছিল
অঘোর ঘুমের মায়াজালে ---
স্বপ্নের রঙে রাঙা আঁখি
বেদনা লিখেছে  অন্তরালে ...