খেলা (KHELA)
তুমি নিঃশব্দে ফুটে ওঠো আলোর জ্যোৎস্নায়
আমি অন্ধকারের পাখি হয়ে
তোমার বুকে বাঁধি বাসা।
তোমার সঙ্গে প্রতিদিনের এই খেলায়
হাসির শব্দে রাত্রি জেগে ওঠে ।
ভোর হলে সেই আঁধারের পাখি
যায় মিলিয়ে
মেঘের মাঝে আলোর ঝিলিক
ঠোঁটে নিয়ে।
তুমি তখনো বসে বসে
ডাকো আমায় একা - একা
'খেলবি আয়' ---