কেন কোনও কথা নেই?
হিমগিরি-সানুদেশে
স্রোতস্বিনীর লোলায়মানা কবরীতে
সুগন্ধি পুস্পমালা জড়িয়ে দিতে দিতে
সে বলেছিল 'এর চেয়ে পরমা প্রাপ্তি
আর কিছু ছিলনা কখনও' ----
সে কথা আজ সত্যি প্রমাণ করে
প্রতিটি জলকণায় আজ
সূর্যের সহাস্য জলকেলি দেখেছি ।
দেখেছি বৃক্ষ তার শতকোটি পত্রের শোভায়
কলাপ মেলেছে দিগন্তে ।
আমি শুধু তার একটি চেয়ে নিয়ে যাবো বলে
শত যুগ ধরে কথা দিয়ে আসছি
পরমা প্রকৃতির কাছে নতশিরে ।
সে কথা আবার সূর্যোদয়ের সাথে
রেখে গেলাম
স্বর্ণাভ শৈলশিখরে সুস্মিত করে ...।।