মেম-পুতুল ( MEM PUTUL)
আজ থেকে সে অনেক আগে ছিল যেমন
রঙ্গীন জামা, আদুরে হাসি, রেশমি চুল----
আজও মনের একটি কোণায় ঠিকই তেমন
জীবন্ত আর সত্যি আমার মেম-পুতুল।।
নীল নয়নের পলক ফেলে লুকোচুরি
খেলার সাথী ছিল আমার দিনে রাতে ---
তাকে নিয়ে কোথাও যদি লুকিয়ে পড়ি
হারিয়ে গেলে কার কী আসে যায় তাতে?
আজ থেকে সে অনেক আগে ছিল যেমন
রঙ্গীন জামা, আদুরে হাসি, রেশমি চুল----
আজও মনের একটি কোণায় ঠিকই তেমন
জীবন্ত আর সত্যি আমার মেম-পুতুল।।
নীল নয়নের পলক ফেলে লুকোচুরি
খেলার সাথী ছিল আমার দিনে রাতে ---
তাকে নিয়ে কোথাও যদি লুকিয়ে পড়ি
হারিয়ে গেলে কার কী আসে যায় তাতে?