Subscribe in a reader GAN KOBITA NATOK: November 2018

Sunday, 25 November 2018

বন্ধু (BONDHU)

বন্ধু (BONDHU)



বন্ধুর পথে, বন্ধুর কাছে

সহজে যায় না যাওয়া, 
দুচোখের জলে যে বান ডেকেছে
সে নদীতে তরী বাওয়া

Friday, 23 November 2018

মরণ (MAWRON)

 
মরণ (MAWRON)

মরণ যখন ডাকে 
চাঁদের গায়ে মেঘের চাদর 
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে । 









            

Wednesday, 21 November 2018

চেনামুখ (CHENAMUKH)

                    

চেনামুখ (CHENAMUKH)

এখন তুমি অন্য নামে আছো 
অন্য বেশে সাজো 
ভাবছ না কি আমি তোমায়
চিনতে পারছি না?

তুমি তোমার অবাক মুখে
যতই থাকো সুখে
ভেবো নাকো,--- এবার আমি
মোটেই হারছি না। 

চলার পথে (CHAWLAR POTHE)

               


 চলার পথে  (CHAWLAR POTHE)


ঝড় আসে, ঝড় থামে ----
ইমারত, কুঁড়েঘর সব সমান ,
আলো- আলো নিস্তব্ধ পথে
চলার পায়ে-পায়ে।
জলের দাগ, পাথরের ক্ষত ,
কাঁটার যন্ত্রণা মেশে ---
তা' বলে কি থেমে যাবে মনে  
মুখর পায়েলের ডাক ?
চলে চরণ, চলেছে মন,
কোন ্ পথে তাও জানা নেই --
তবুও চলা ---তবু অপেক্ষা
ছায়াবৃত সেই তরুতলের -----

Saturday, 10 November 2018

জানি (JANI)






                                                                   জানি। 
                   বুঝিও সবি।                         
এতখানি বয়স হল যে!
চুল পাকিয়ে, দাঁত পড়িয়ে 
যাবার দরজায়  দাঁড়িয়ে 
শুধু একবার বলে যাই
আসলে
তোমায় ছেড়ে যেতে 

মন চায় না।







দেখা (DEKHA)

                        


          দেখা 

আমার চোখে চশমা ছিল অনেকদিন
চশমা দিয়ে তোমায় দেখেছিলাম 
শেষের বারে আজকে খালি চোখে 
যাবার আগে তোমায় দেখে নিলাম। 

Friday, 9 November 2018

ঝাড়বাতি (JHARBATI)



            ঝাড়বাতি (JHARBATI)

             ভিতরে আগুন জ্বলে ,
          শীতল আলোর সুবিকীরণে 
            মনের আয়নায় পড়ে রঙের আবেশ।
           
            যেদিন লগন এসেছিল
          লাগামের পরোয়া ছিল না তখন
          ছিল গানভরা উচ্ছ্বাসের কাল,
            ছিল বেলোয়ারি উল্লাস-বেলা

          এখন সময় বড়োই উদাসীন
            আলোর ডালি হাতে একেলা
              এসেছে সকাল । 

Monday, 5 November 2018

আর্জি (AARJI)

আর্জি (AARJI)
ওগো আমার মিষ্টি সখী
একটি কথা জানো নাকি
তোমায় ছাড়া সাঁঝ - সকালে
রোদ ফোটেনা মেঘ - আড়ালে
বেদনারই অশ্রু-জলে
দুচোখ ঢেকে রাখি ...