চলার পথে (CHAWLAR POTHE)
ঝড় আসে, ঝড় থামে ----
ইমারত, কুঁড়েঘর সব সমান ,
আলো- আলো নিস্তব্ধ পথে
চলার পায়ে-পায়ে।
জলের দাগ, পাথরের ক্ষত ,
কাঁটার যন্ত্রণা মেশে ---
তা' বলে কি থেমে যাবে মনে
মুখর পায়েলের ডাক ?
চলে চরণ, চলেছে মন,
কোন ্ পথে তাও জানা নেই --
তবুও চলা ---তবু অপেক্ষা
ছায়াবৃত সেই তরুতলের -----