 Subscribe in a reader
GAN KOBITA NATOK: June 2020
Subscribe in a reader
GAN KOBITA NATOK: June 2020
          
        
          
        
              কান্না দিয়ে ভেজানো আলপনাতে
           অজানা আখরে মনের বেদন লেখা ।
 
 
 
 
শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল,
'আসছে জনম
জ্বলবো তোর কপালে '  ...  
 
 
 
 
            
        
          
        
          
        
তোমায় চেয়ে ভেবেছিলাম
না - পাওয়াটুকুই থাক্ ----
আরো ভালো সারাজীবন
তোমায় ভেবে ভেবে
মনের সাদা ক্যানভাসেতে
যে মুখখানি ভাসে----
সে মুখখানি ভুলতে চেয়ে
জনম কেটে যাক্।