অন্তিম বসন্তের মাদক হাতছানিতে তারা কিন্তু সবাই ছিলনা শামিল .
দখিন হাওয়াকে তারা স্বাগত জানালেও
সেটুকু ছিল অতি সন্তর্পণে সীমায়িত কোনো রাগিণীর মূর্ছনায় !
সেখানে দৈবী ছন্দের ছিলনা কোনও প্রতিফলন ।
সুর ছিল কি ? তা ছিল ---কিন্তু সে আরো কোনো সুরলোকের আমানত হিসাবে...
সেটুকু পাথেয় করে তারা এগিয়ে গেছে
আগামী বসন্তের অদেখা ফুলবীথির পদপ্রান্তে ।