সংকীর্তন
ওই পূবপারের মাঠে হরিসংকীর্তনে
‘একদিন যেও
কিন্তু!’ 
বলেছিল আঁচলে মুখ ঢেকে ।
গিয়েছিলাম।
 দেখলাম আমার মতো কয়েকজন
কেউ নাচে , কেউ হাসে , গান গায় ------
কেউ উদ্বাহু  হয়ে নৃত্য করে , বুক ভেসে
যায়, 
তবে তারা কেউ কেউ আমার মতো না- ও বটে
                         সকলের কি আর অতলের সাক্ষাৎ
ঘটে?   

