কালু –
কথাকলি
হ্যালো, আমি মিস্টার কালু। ভুতু , ছাগলু
,ন্যাওটা সবাই আমার দলে। কিন্তু লাহিড়ী মাসী বিস্কুট দিলে আমি একাই সবটা মেরে দি –
ন্যাওটার দল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।আসলে লাহিড়ি - গিন্নি আমায় দুচোখে দেখতে
পারেনা – বিস্কুট গুলো মোটেও আমায় দেয় না, ন্যাওটার জন্যে আনে আর আমি খেয়ে ফেল্লে দাঁত কিড়মিড় করে। ছাগলু আবার বিস্কুট টিস্কুট
বেশি পছন্দ করে না –দুবেলা ভাত মাছ খায়। ন্যাওটা লাহিড়ীগিন্নির খুব আদরের কিনা ... সে পারলে মাসির
বাড়িতেই থাকে। ন্যাওটার ছেলের নাম ন্যাদোশ... সেও মাসিমার খুব পছন্দের। আমাকে উনি দুচোক্ষে
দেখতে পারেন না তো ... তাই আমায় বিস্কুটও দেন না।
আমি তো কেড়ে খাই। কেড়ে খাওয়াই তো জগতের নিয়ম।
ন্যাওটা আবার একটু পোষা টাইপের তো তাই কেড়ে খেতে শেখেনি। যাকগে আমি একটু একটু করে
ওকে সব শিখিয়ে দেব। কেমন?
ভুতুর আবার বেরালদের সঙ্গে ভীষণ ঝগড়া। আধলা বলে বেড়ালটাকে বৃষ্টির সময় এমন
তাড়া করল যে দুজনেই কাদার মধ্যে ধপাস!
যাইহোক এই হল আমাদের ফুটবল টিম। ওদের নিয়ে
একদিন তোমার বাড়ি যাব। বাড়িতে থেকো কিন্তু সেদিন কেমন?
No comments:
Post a Comment