Subscribe in a reader GAN KOBITA NATOK: Borosha বরষা

Friday, 20 June 2014

Borosha বরষা

বুকের ভেতর  ময়ূর আছে
সে এতদিন নাচত না
চাতক পাখী তৃষায় কাতর,
জল বিনে সে বাঁচত না।

হঠাৎ এল আকাশ জুড়ে
নীলবসনা মেঘ,
সঙ্গে এল উথাল-পাথাল
দামাল ঝড়ের বেগ!

জলের ফোঁটায় বৃষ্টি-আকাশ
আনল হাসির লহর,
সাজল ভুবন রাণীর বেশে
পরল মানিক-জহর!

বর্ষা এল জুঁই চামেলির
সুবাস নিয়ে সাথে,
দিনের দহন বিদায় নিল
স্বস্তি এল রাতে।

No comments:

Post a Comment