প্রাতরাশ 
আমার স্বপ্ন দেখা শেষ ।
এখন আমি অন্য ছবি দেখি । 
দেখি কৈশোরে কার সাথে লুকোচুরি খেলে 
অকারণে বৃষ্টি ডেকে এনেছিল 
কোনও জামরুল গাছ ... লুটিয়ে পড়েছে ফলভারে
আর কোনো পাখি 
বাসা ফেলে 
উড়ে গেল ধূসর আকাশের ডাকে ...
এইসব ছবি কেউ কাচের প্লেটে সাজিয়ে
আমাকে দিয়েছে টেবিলের ‘পরে ।
টলটলে পানীয়ের স্বাদ, অন্য কোনও আদিম ঘ্রাণ 
রয়ে গেছে সেই টেবিলটা জুড়ে ...
এখন কী সকাল?
তাহলে তুমি কেণ এত ঘুমন্ত?
কুয়াশার মত ঘিরে আছ মন আমার? 
আমি সেই তীব্র পানীয়ের আস্বাদ চাই ...
চাই 
তোমার সঙ্গে এক টেবিলে বসে 
প্রাতরাশে যোগ দিতে ......