Subscribe in a reader
GAN KOBITA NATOK: September 2016
GAN KOBITA NATOK
Saturday, 24 September 2016
প্রেম PREM
আমি একদিন
তোমার বুকে মাথা রেখে
কাঁদবো অনেকক্ষণ ।
তোমায় দিয়ে চলে যাবো
সমস্ত জীবন ।।
আনন্দ ANONDO
তোমায় হঠাৎ দেখতে পেলাম
বাতায়ন জুড়ে আলোর খেলা
তুমি আছো তাই আছে আনন্দ
জীবনের এই সায়ন- বেলা।
Thursday, 8 September 2016
বিষকন্যা VISHKANYA
বিষকন্যা VISHKANYA
বিষকন্যা, চোখ মেলোনা এমন অসময়ে
পৃথিবীর মাটি এখনও তরল, উষ্ণ ---
বিপদ জানেনা সে...।।
তোমার নীল নিশ্বাসে
তার অঙ্গ দিওনা ভরে !
আর কিছুদিন তাকে হাসতে দাও
ফুলের কাছে, পাতার কাছে
তার যে কথা দেওয়া আছে
নদীর জলে সে হবে সুস্নাতা
এমনও তো কথা ছিল
তাহলে কেন এ অসময়ে পত্রপুষ্পের
কলি থেকে নিয়ে যাও
নির্যাসটুকু হরণ করে?
জীবনে জীবন দাও, মধুরে মধুর
তোমার নিশ্বাসে থাক
অমৃতের ঘ্রাণ ---
যা প্রেম কে
আরও সুন্দর করে ----
করে পৃথিবীর হাসি
আর ছন্দময় -----
Tuesday, 6 September 2016
ছায়াপথ CHHAYAPAWTH
ছায়াপথ CHHAYAPAWTH
তোমার তো ধুলোমুঠি
সোনামুঠি হয় ----
আমার যে অন্ধকারে
ছায়াও মিলিয়ে যায় ।
আমার বাগানে ফোটে
ফুল নয় , কাঁটা ----
পুষ্প - বিছানো পথে
সে তোমারি হাঁটা ।
পাখির কাকলি শুনে
তুমি ওঠো জেগে
স্বপ্ন - পরাগ - মধু
দুচোখেতে লেগে ---
আমি থাকি বেদনার
ছায়াপথ -'পরে
জীবনের মায়াময়
ছবি যায় সরে।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)