বিষকন্যা VISHKANYA
বিষকন্যা, চোখ মেলোনা এমন অসময়ে
পৃথিবীর মাটি এখনও তরল, উষ্ণ ---
বিপদ জানেনা সে...।।
তোমার নীল নিশ্বাসে
তার অঙ্গ দিওনা ভরে !
আর কিছুদিন তাকে হাসতে দাও
ফুলের কাছে, পাতার কাছে
তার যে কথা দেওয়া আছে
নদীর জলে সে হবে সুস্নাতা
এমনও তো কথা ছিল
তাহলে কেন এ অসময়ে পত্রপুষ্পের
কলি থেকে নিয়ে যাও
নির্যাসটুকু হরণ করে?
জীবনে জীবন দাও, মধুরে মধুর
তোমার নিশ্বাসে থাক
অমৃতের ঘ্রাণ ---
যা প্রেম কে
আরও সুন্দর করে ----
করে পৃথিবীর হাসি
আর ছন্দময় -----
No comments:
Post a Comment