৩১.১২.২০১৬
শিশুকালে 
যে খেলাঘরে
মাটির পুতুল নিয়ে 
ঘর করেছিলাম
সে ঘর কবেই ভেঙেছে ।
গোধূলিবেলার রেশ নিয়ে
আকাশ সাজিয়েছিলে-----
আজও মনে পড়ে সেই
সানাইয়ের সুরে
সাতপা একসাথে
গিয়েছিল বহুদূর -----
সে সুর আজ সন্ধ্যায়
নতুন করে বাজল
শেষ থেকে শুরুর ইঙ্গিতে।। 
