ছিল সমুদ্র, ছিল বালির ঘর একটা নয় , অনেকগুলো । রোজ সকালে একটা করে ঘর গড়তাম, বিকালে জোয়ার এসে সে -ঘর ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যেতো । আবার গড়তাম , --- আবার ---- রোজ ভাঙ্গা, রোজ গড়া এই ভাঙ্গাগড়ার খেলায় আমার সঙ্গী ছিলনা কোনো । কেন? কারণ তারা অনেক আগেই সাগর ছেড়ে চলে গেছে শহরে ---উপকুলে। শুধু আমাকেই ফেলে গেছে এই সাগর-বেলায় তাদের উপহাসের এই ভাঙ্গাগড়ার খেলায় ।
সহজিয়া (SAWHOJIYA) এতদিন যখন ভাব ছিল , ভান ছিল না ছিলোনা চোখের তারায় কোনও অভিনয় বিরহ - মিলনের মাঝে লক্ষ্মণ - রেখা আঁকা ছিল পুষ্পরাগের নিবিড় সীমানায় ---- সেইসব দিন ছিল না-আমি না-তুমির কাল বকুলের গাছে ফুল ফুটবে কবে বরং সেই নিয়ে সমীক্ষা চলত অকপটে ---- সে ফুল কবে ঝরে পড়ল মাটিতে আমরা কেউ জানতেই পারলাম না ।
তুমি গল্প বলেছিলে জীবন নিংড়ে সেসব গোলাপ কাঁটার গালিচায় ঢাকা পথ বালুময় অগাধ তৃষ্ণার নোনাজল নীল গাছ, তীব্র মারণ হলাহল নিথর মর্মর খচিত দেওয়ালে ছবি গাঁথা আছে সেইসব---- আমি চাইলেও তাদের মুছতে পারবোনা কখনও কারণ তারা জুড়ে আছে জীবনে- জীবন আমার তোমার সবাকার আজো তাই গল্প হয়নি শেষ ---