Subscribe in a reader GAN KOBITA NATOK: January 2018

Monday, 29 January 2018

মন -ঘুম (MON- GHUM)

       মন 
চোখের জলেতে তার 
স্নান সমাপন ।। 
       ঘুম
রাতকুঠুরিতে দীপ
জ্বলে নিঃঝুম ।। 
       
    ঘর
এক লহমায় মিলে
গেল চরাচর ।

      সুখ
ভালোবেসে ভাস্বর
তোমার শ্রীমুখ

Monday, 22 January 2018

ভাঙ্গাগড়ার খেলা (BHANGA_GORAR KHELA)


ভাঙ্গাগড়ার খেলা


ছিল সমুদ্র, ছিল বালির ঘর 
একটা নয় , অনেকগুলো ।
রোজ সকালে একটা করে 
ঘর গড়তাম, 
বিকালে জোয়ার এসে
সে -ঘর ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যেতো । 
আবার গড়তাম , --- আবার ----
রোজ ভাঙ্গা, রোজ গড়া 

এই ভাঙ্গাগড়ার খেলায়
আমার সঙ্গী ছিলনা কোনো । 
কেন?
কারণ তারা অনেক আগেই
সাগর ছেড়ে চলে গেছে
শহরে ---উপকুলে।

শুধু আমাকেই ফেলে গেছে
এই সাগর-বেলায়
তাদের উপহাসের এই
ভাঙ্গাগড়ার খেলায় ।
                                 





               

Monday, 15 January 2018

সহজিয়া (SAWHOJIYA)


সহজিয়া (SAWHOJIYA)

এতদিন যখন ভাব ছিল , ভান ছিল না 
ছিলোনা  চোখের তারায় কোনও অভিনয় 
বিরহ - মিলনের মাঝে লক্ষ্মণ - রেখা
আঁকা ছিল পুষ্পরাগের নিবিড় সীমানায় ----

সেইসব দিন ছিল না-আমি না-তুমির কাল 
বকুলের গাছে ফুল ফুটবে কবে 
বরং সেই নিয়ে সমীক্ষা চলত অকপটে ----

সে ফুল কবে ঝরে পড়ল মাটিতে
 আমরা কেউ জানতেই পারলাম না ।






Thursday, 11 January 2018

ছবি (CHHOBI)

   




রঙ , তুলি, ক্যানভাস একত্র ্করে
যে ছবি আঁকলে তুমি
চোখ বুজলেই সে জীবন্ত হয়ে ওঠে---- 
স্বপ্নে ? তা তো জানিনা!

Tuesday, 9 January 2018

হেঁসেল (HNESEL)

হেঁসেল
আঁশবটি - শান, খুন্তির খেল্,
জিও বাংলার সাবেক হেঁসেল !
জিরেমরিচের প্রাণঘাতী ঝাঁঝ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ -----
হলুদের বাটি , কৌটো - বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম,
সনা - লোভন যত উপাদান
শাশুড়ি - মায়ের কঠোর নিদান,
'পানকৌড়ি , ওঠো 'সে ডাঙায় !'
চেনা রেসিপির কে কান ভাঙায়? 
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে?
গাছকোমর আর সর্ষের - তেল,---
জিও, বাংলার সাবেক হেঁসেল !!!

Saturday, 6 January 2018

গল্প (GAWLPO)


গল্প

তুমি গল্প বলেছিলে জীবন নিংড়ে সেসব

গোলাপ কাঁটার গালিচায় ঢাকা পথ 
বালুময় অগাধ তৃষ্ণার নোনাজল
নীল গাছ, তীব্র  মারণ হলাহল 

নিথর মর্মর খচিত দেওয়ালে 
ছবি গাঁথা আছে সেইসব----
আমি চাইলেও তাদের 
মুছতে পারবোনা কখনও 

কারণ তারা জুড়ে আছে
জীবনে- জীবন 
আমার তোমার সবাকার 

আজো তাই গল্প হয়নি শেষ --- 

মন (MON)

         




ভুলে ছিলাম, ভালো ছিলাম
চাঁদের আলোর ওড়না জড়ানো
সেই হাসি, সেই সাজ ---- 
দিনের আলোয় কেন তাকে 
মনে পড়ল আজ? 

Friday, 5 January 2018

নিম্নগামী স্রোতে ( NIMNOGAAMI SROTE)





          নিম্নগামী স্রোতে
কতো স্নেহভরে চেয়ে দেখেছিলে
নিম্নগামী স্রোতে -----
কোনো উষসী - স্বপ্ন -লব্ধ
মাহেন্দ্রক্ষণে
ঐটুকু পাথেয় সম্বল করে
অগ্নিক্ষেত্র প্রজ্বলিত ছিল
আবহমান কাল।
আমরা সেই উপলখণ্ড
চিরাচরিত নিয়মে
উপাসনা করে আসি
কোনো বর পাবার
আশা না রেখেই।
আজও সেই অগ্নিতে
ঘৃতাহুতি পড়ে
প্রস্তর গলে প্রবল তাপপ্রবাহে
স্নেহভরে নির্ঝরিণী বয়
নিম্নগামী স্রোতে ।